1. Home
 2. মা ও শিশু
 3. নবজাতক শিশু জন্মের পর পর শ্বাস না নিলে করনীয়

নবজাতক শিশু জন্মের পর পর শ্বাস না নিলে করনীয়

নবজাতক শিশু জন্মের পর পর শ্বাস না নিলে তাৎক্ষনিকভাবে করনীয়

 • শিশু যদি শ্বাস না নেয় বা শ্বাস নিতে কষ্ট হয়, তাহলে রিসাসিটেশন প্রয়োজন। শিশুর দ্রুত নাড়ি বাধতে এবং কাটতে হবে। শিশুর নাড়িটি লম্বা রাখতে হবে।
 • নবজাতকে পরিষ্কার নরম কাপড় বা তোয়ালে দিয়ে শিশুর শরীর ভাল করে মুছতে হবে।
 • নবজাতকের নাকে ও মুখে কালচে সবুজ পায়খানা লেগে থাকলে আঙ্গুলে কাপড় পেঁচিয়ে পরিষ্কার করতে হবে।
 • নবজাতকে কাঁত করে পিঠে শিরদাঁড়া বরাবর নিচ থেকে উপর দিকে বারবার হাতের তালুর নিচের অংশ দিয়ে ঘষতে হবে।
 • শিশুর গায়ের রং এবং শ্বাসের দিকে লক্ষ্য রাখুন। যদি ঠোঁট, জিহবা ও মুখের রং গোলাপী হয় এবং নিয়মিত শ্বাস নেয় তাহলে শিশুকে মায়ের কাছে দিতে হবে।

জন্মের পর পর শ্বাস না নিলে যা করা উচিৎ নয়

 • নবজাতকের পা ওপরে ধরে উল্টা করে ঝুলানো
 • বাচ্চাকে থাপ্পড় দেয়া যাবেনা
 • বাচ্চার শরীরে ঠান্ডা পানি ছিটানো যাবেনা।
 • কানে / নাকে ফুঁ বা বাতাস দেওয়া যাবেনা
 • পানিতে চুবানো যাবেনা
 • বুকের খাঁচায় চাপ দেওয়া যাবেনা
 • বাচ্চাকে পর্যায়ক্রমে গরম ও ঠান্ডা পানিতে চুবানো যাবেনা
 • গর্ভফুলকে গরম করা যাবেনা
 • গর্ভফুল বের হওয়ার অপেক্ষায় নবজাতককে ফেলে রাখা যাবেনা
 • মুখে ফুঁ দেওয়া যাবেনা
 • শিশুকে কখনো মধু, চিনির পানি খাওয়ানো উচিৎ নয়।

লেখাটি কি আপনার জন্য সাহায্যকারী ছিল?

আরও দেখতে পারেন

error: লেখার সত্ত্ব সংরক্ষিত !!